Octa & Hammer : বড়দিনের আগে ওক্টা অ্যান্ড হ্যামারের নতুন মেনু
বড়দিন আসতে খুব বেশি দেরী নেই। তার আগে ওক্টা অ্যান্ড হ্যামার তাদের ডিমসাম ও সুসির মেনু লঞ্চ করল স্বভূমির দ্য ইন্ডিয়া স্টোরি তে। সমাজের বেশ কিছু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন এদিন। যাদের মধ্যে ছিলেন দ্য ইন্ডিয়া স্টোরির প্রতিষ্ঠাটা মধু নেওটিয়া। ওক্টা অ্যান্ড হ্যামারের প্রতিষ্ঠাতা অভিষেক কাজারিয়া জানালেন,ওক্টা অ্যান্ড হ্যামারের ডিমসাম ও সুসির মেনু লঞ্চ করার জন্য এর থেকে ভালো ইভেন্ট হতে পারে না। এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি মধু নেওটিয়া কে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করছি বিভিন্ন দামের ডিমস্যাম ও সুসির মেনু সবাই উপভোগ করেছে।পার্ক স্ট্রিটের জনপ্রিয় ফুড আউটলেট ওক্টা অ্যান্ড হ্যামার। বড়দিন ও নিউ ইয়ারের আগে তাদের ডিমসাম ও সুসির নতুন মেনু খাদ্যরসিকদের মন জয় করবে বলেও আশাবাদী অভিষেক কাজারিয়া।